Tense এর গঠন সমুহ (১)(ইংরেজি সহজ শিক্ষা পর্ব ২)
আসসালামু আলাইকুম
ওয়া রহমাতুল্লাহ
বরাবরের মতো আমি তোমাদের সাথেই আছি
মোহাম্মাদ লিখন সরকার(লাফি){Admin}
আমরা আগামিপর্বে Tense এর সাহায্যকারী Verb
সমুহ শিখেছি। আজ গঠন নিয়ে আলোচনা করব।
গঠন এর মাধ্যমে আমরা কোন Tense তা সহজেই চিনতে পারবো।
লেখাটি পড়ার আগে একবার সাহায্যকারী Verb গুলো চোখ বুলিয়ে নাও
এখন একটা প্রশ্ন করি সেটা হলো Tense এর মধ্যে
কয়টা Continuous Tense আছে…? ও কি কি?
উত্তর: Tense এর মধ্যে perfect continuous দিয়ে
মোট ৬ টি Continuous Tense আছে।
১.Present Continuous
২.Present Perfect Continuos
৩.Past Continuous
৪.Past Perfect Continuous
৫.Future Continuos
৬.Future Perfect Continuous
সবগুলো Continous এর গঠন একই
গঠন: Sub+Continuous এর সাহায্যকারী
Verb+মুল Verb এর সাথে Ing+Object
উদাহরন: Future Perfect Continuous এর
সাহায্যকারী Verb হলো Shall have Been/ Will have been
সুতরাং এর গঠন হবে Subject + Shall have
been/Will have been+মুল verb এর সাথে Ing+ obj
সুতরাং বোঝা যায় আমরা Continuous Tense এর
গঠন ও এর সাহায্যকারী Verb দিয়ে সহজেই
Continuous Tense গুলোকে চিনতে পারবো।
যদি বুঝে থাকো তাহলে নিচের Sentence গুলো
কোন Tense তা চিন্হিত করে কমেন্টে লেখ। যাহাতে আমরা বুঝতে পারি তুমি কতটুকু বুঝেছো।
1.
They have been playing football for two hours.
2.I am leaving tomorrow.
3.I shall have been reading the book for two hours.
4.I shall be reading the book
.
5.I had been reading for two hours.
6.I was reading a book.
চেস্টা করে দেখো পারো কি না পারলে Reply a বলে দেবো ধন্যবাদ পড়ার জন্যা।
এর পর এর ক্লাস পরের ৬ টি Tense এর গঠন নিয়ে।
তাই প্রতিদিন ব্রাউজ করো Tipsbdbazar.blogspot.com