sikhenin
আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিটা টিউনে লাইক এবং আপনার মন্তব্য দেয়ার চেষ্টা করবেন।
Post Creator Info
*
Online
's Bio

This author may not interusted to share anything with others
Home » ইংরেজি সহজ শিক্ষা » Tense এর গঠন সমুহ (১)(ইংরেজি সহজ শিক্ষা পর্ব ২)
Tense এর গঠন সমুহ (১)(ইংরেজি সহজ শিক্ষা পর্ব ২)

Tense এর গঠন সমুহ (১)(ইংরেজি সহজ শিক্ষা পর্ব ২)

আসসালামু আলাইকুম
ওয়া রহমাতুল্লাহ



বরাবরের মতো আমি তোমাদের সাথেই আছি

মোহাম্মাদ লিখন সরকার(লাফি){Admin}

আমরা আগামিপর্বে Tense এর সাহায্যকারী Verb

সমুহ শিখেছি। আজ গঠন নিয়ে আলোচনা করব।

গঠন এর মাধ্যমে আমরা কোন Tense তা সহজেই চিনতে পারবো।

লেখাটি পড়ার আগে একবার সাহায্যকারী Verb গুলো চোখ বুলিয়ে নাও

এখন একটা প্রশ্ন করি সেটা হলো Tense এর মধ্যে

কয়টা Continuous Tense আছে…? ও কি কি?

উত্তর: Tense এর মধ্যে perfect continuous দিয়ে

মোট ৬ টি Continuous Tense আছে।


১.Present Continuous

২.Present Perfect Continuos

৩.Past Continuous

৪.Past Perfect Continuous

৫.Future Continuos

৬.Future Perfect Continuous

সবগুলো Continous এর গঠন একই

গঠন: Sub+Continuous এর সাহায্যকারী

Verb+মুল Verb এর সাথে Ing+Object

উদাহরন: Future Perfect Continuous এর

সাহায্যকারী Verb হলো Shall have Been/ Will have been

সুতরাং এর গঠন হবে Subject + Shall have

been/Will have been+মুল verb এর সাথে Ing+ obj

সুতরাং বোঝা যায় আমরা Continuous Tense এর

গঠন ও এর সাহায্যকারী Verb দিয়ে সহজেই

Continuous Tense গুলোকে চিনতে পারবো।

যদি বুঝে থাকো তাহলে নিচের Sentence গুলো

কোন Tense তা চিন্হিত করে কমেন্টে লেখ। যাহাতে আমরা বুঝতে পারি তুমি কতটুকু বুঝেছো।

1.
They have been playing football for two hours.

2.I am leaving tomorrow.

3.I shall have been reading the book for two hours.

4.I shall be reading the book
.

5.I had been reading for two hours.

6.I was reading a book.


চেস্টা করে দেখো পারো কি না পারলে Reply a বলে দেবো ধন্যবাদ পড়ার জন্যা।

এর পর এর ক্লাস পরের ৬ টি Tense এর গঠন নিয়ে।

তাই প্রতিদিন ব্রাউজ করো Tipsbdbazar.blogspot.com




Read More


Post Date: April 2, 2019 Total: 12 Views

Leave a Reply on sikhenin.Com

HIDE sikhenin - Info Center
Copyright © 2018 All rights reserved.