sikhenin
আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিটা টিউনে লাইক এবং আপনার মন্তব্য দেয়ার চেষ্টা করবেন।
Post Creator Info
*
Online
's Bio

This author may not interusted to share anything with others
Home » ইংরেজি সহজ শিক্ষা » Tense ও Tense এর সাহায্যকারী Verb সমুহ ( ইংরেজি শিক্ষা পর্ব -১)
Tense ও Tense এর সাহায্যকারী Verb সমুহ ( ইংরেজি শিক্ষা পর্ব -১)

Tense ও Tense এর সাহায্যকারী Verb সমুহ ( ইংরেজি শিক্ষা পর্ব -১)

আসসালামু আলাইকুম
ওয়া রহমাতুল্লাহ।


কেমন আছো আশা করি আল্লাহ ভাfই রেখেছেন।


আমি “মোহাম্মাদ লিখন সরকার (লাফি)” {Admin }

আজ ১ ই এপ্রিল ২০১৯” আজ থেকে Tipsbdbazar এ শুরু হলো ইংরেজি শিক্ষা নিয়ে পোষ্ট
তো যারা ইংরেজি ভালভাবে পারো না তারা প্রতিনিয়ত এই সাইটে ব্রাউজ কর আর পেয়ে যাও
সহজেই ইংরেজি শিক্ষা।

আজকে আলোচনার বিষয় হলো


Tense ও এর সাহায্যকারী Verb সমুহ

আমরা জানি ক্রিয়ার কালকে Tense বলে।

Tense কে ৩ ভাগে ভাগ করা যায়

1.Present Tense
(বর্তমান কাল)

2.Past Tense
(অতিত কাল)
3.Future Tense
(ভবিষ্যৎ কাল)

এই ৩ টি Tense কে আবার ৪ ভাগে ভাগ করা হয়।
it

1.Indefinite Tense/Simple Tense

2.Continuos Tense

3.perfect Tense

4.Perfect Continuous Tense.

এর গঠনসমুহ জানার আগে আমাদের এর সাহায্য কারী Verb জানা জরুরি

Present Tense Indifinite Do/Does
&nbsp Continous am/is/are
&nbsp perfect have/has
&nbsp perfect Continous have been/has been

Past Tense Indifinite Did
Continous Was/Were
perfect had
perfect Continous had been

Future Tense Indifinite Shall/Will
Continous Shall be/Will be
perfect Shall have/will have
perfect Continous Shall have been/Will have been


আজ এই পর্যন্তই পরে পর্বটি পাবার আগেই সাহায্য কারী Verb সমুহ মুখস্ত কর।

কেননা পরের পর্বে সাহায্য কারী Verb কাজে লাগবে।




Read More


Post Date: April 1, 2019 Total: 18 Views

Leave a Reply on sikhenin.Com

HIDE sikhenin - Info Center
Copyright © 2018 All rights reserved.