আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আল্লাহ আপনায় কেমন রাখসে
আশা করি আপনাকে আল্লাহ ভালই রেখেছে
আমি মোহাম্মাদ লাফি
প্রশাসক : tipsbdbazar.blogspot.com(বাংলা)
GetBDTips.Blogspot.com (English)
আজকের টপিক হলো
“কিভাবে ঘরে বসে নগদ একাউন্ট
খুলবেন”
নগদ কী..?
নগদ হলো একটা মোবাইল ফানান্সিয়াল সার্ভিস।
বিকাশ, রকেট এর মতো।
এখানে আপনি টাকা জমাতে, পাঠাতে মোবাইল
রিচার্জ করতে পারবেন।
এটি বাংলাদেশ ডাক বিভাগের সেবা।
খরচ কত…?
USD *167# থেকে
হাজারে ১৮ টাকা ফি
ব্যাক্তিগত থেকে ব্যাক্তিগিত ৫ টাকা ফি
মোবাইল রিচার্জ (কোনো চার্জ নেই)
Nagad App থেকে
হাজারে ১৭ টাকা
ব্যাক্তিগত থেকে ব্যাক্তিগত (কোনো চার্জ নেই)
মোবাইল রিচার্জ (কোনো চার্জ নেই)
তো চলুন শুরু করা যাক
লিমিট ও চার্জ এর বিস্তারিত….
যা যা লাগবে
১. আন্ড্রোয়েড ফোন
২.সিম কার্ড (গ্রামিনফোন/রবি/এয়ারটেল/টেলিটক)
৩.ইন্টারনেট সংযোগ(মোবাইলে)
৪.স্মার্ট কার্ড (নতুন আইডি কার্ড) অথবা জাতীয় পরিচয় পত্র(পুরাতন আইডি কার্ড)
তারপর নিচের ভিডিওটি সম্পুর্ন দেখুন তাহলে নগদ একাউন্ট খুলতে পারবেন।