আসসালামু আলাইকুম। কেমন আছেন আশাকরি আল্লাহর রহমতে ভালই আছেন।
আধুনিক যুগে আমরা ইলেকট্রনিক মানি ট্রান্সফার এর মাধ্যামে পরিবার বা অন্যন্য কাজে টাকা পাঠাই। অনেক কম্পানি আছে যাদের মাধ্যমে আমরা সহজেই টাকা পাঠাতে পারি বা গ্রহন করতে পারি। আমাদের নিজস্ব একাউন্ট না থাকলে টাকা লেনদেন কষ্ট হয়ে যায়। তাই বিকাশ এনেছে Self Registration এখন কোনো দোকানে না গিয়েই শুধু আপনার স্মার্ট কার্ড দিয়েই করে ফেলতে পারেন বিকাশ একাউন্ট। যার মাধ্যমে করা হবে এই কাজ গুলো করা হবে তা হলো বিকাশ অ্যাপ।
বিকাশ অ্যাপ | একদম সিম্পল
সুবিধা ঃ বিকাশ অ্যাপ থেকে রেজিষ্ট্রেশন করে লগিন করলেই পাচ্ছেন ১০০ টাকা ক্যাশ।
আর নিজের নাম্বারে ২৫ টাকা রিচার্জেই পাচ্ছেন আরও ৫০ টাকা ক্যাশ ব্যাক।
ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র ১৫ টাকা।
পে বিল ও সেন্ড মানি একদম ফ্রি।
বিকাশ অ্যাপ | একদম সিম্পল
একাউন্ট খুলতে play store এখানে গিয়ে ডাউনলোড করে নিন বিকাশ অ্যাপ।
তার পর বিকাশ অ্যাপ ওপেন করুন।
Loading… হবে(কিছুক্ষন অপেক্ষা করুন)
একদম উপরে লেখা আছে Login/register
সেখানে ক্লিক করুন তারপর Create new account / নতুন একাউন্ট খুলুন এ ক্লিক করুন
নাম্বার দিন,অপারেটর দিন,একটা কোড যাবে – কোড লিখুন, আই6ডি কার্ড এর প্রথম পাতার ছবি
তুলুন,২য় পাতার ছবি তুলুন,এবার আপনার মুখের দিকে ক্যামেরা ধরুন একবার পলক ফেলুন, এবার বিকাশ আপনার সব তথ্য নিয়ে নিবে, এবার প্রাইভেসি ও পলিসি গুলো পড়ে একমত এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেল আপনার বিকাশ একাউন্ট। সংক্ষেপে যদি না বুঝেন তাহলে নিচের ভিডিও দেখে নিন।
এবার পালা ১০০ টাকা বোনাস এর
*২৪৭# ডায়াল করে ১ প্রেস করুন তারপর ৫
ডিজিটের গোপন পিন(আপনার ইচ্ছামতো দিন)
তারপর
আবার অ্যাপ এ প্রবেশ করুন Login এ ক্লিক করুন আপনার নাম্বার দিন অপারেটর সিলেকট করুন Pin দিয়ে Login করুন লগিন করার সাথে সাথেই ১০০ টাকা পাবেন।তারপর ২৫ টাকা রিচার্জ করুন বিকাশ থেকে নিজের নাম্বারে আরও ৫০ টাকা পাবেন তাহলে মোট পেলেন ১৫০ টাকা।