
আসসালামু আলাইকুম, বন্ধুরা!!! আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি, কিভাবে আপনি যে কোনো অ্যাপ এর নাম এবং লোগো পরিবর্তন করবেন, তাও একদম সহজ উপায়ে। এছাড়াও আপনি আপনার ফোনের যেকোনো এপকে ক্লোনও করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক,
প্রথমেই আপনাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির লিঙ্ক এখানে দিয়ে দিলাম সবাই ডাউনলোড করে নিবেন।
App Name: Apk Editor Pro
Size: 8 MB
ডাউনলোড করা হলে ইন্সটল করে নিবেন এবং এপটা ওপেন করবেন। এবার এখানে Select From Install Apps লেখাতে ক্লিক করবেন।
[img id=1120]
এবার আপনার পছন্দ মতো এপটি নিন। আমি এখানে My Airtel Lite নিলাম।
[img id=1121]
এরপর Common Edit এ ক্লিক করবেন।
[img id=1122]
দেখুন এখানে আপনার অ্যাপটির পুরো বিস্তারিত বর্ণনা সহ চলে এসেছে। এখান থেকে আপনি চাইলে আপনার এ অ্যাপটির আইকন পরিবর্তন এবং নাম পরিবর্তন করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে Package Name। এই প্যাকেজ অপশনটি পরিবর্তন করলেই আপনার এপটি ক্লোন হয়ে যাবে।
আপনি যদি এই প্যাকেজই রাখেন তাহলে কিন্তু ইন্সটল হবে না। তখন আগের টা আনইনস্টল করে এটা ইন্সটল করতে পারবেন। তাই এখানে আমি প্যাকেজ এর পরিবর্তন করে আমি একটু কিছু লিখে দিচ্ছি। প্যাকেজের নামে কিছু একটা পরিবর্তন করলেই এটা নতুন একটা অ্যাপ হয়ে যাবে। ব্যাস আমি সেভ করে দিলাম।
[img id=1123]
এবার ইনস্টলেশন চলে এসেছে।
[img id=1124]
এখন আমি ইন্সটল দিবো।
[img id=1125]
ইন্সটল দেওয়া শেষ।
এখন দেখুন আমার অ্যাপটা কিন্তু ক্লোন হয়ে গেছে। সাথে এপটির আইকোন এবং নাম দুটোই পরিবর্তন হয়ে গেছে।
[img id=1126]
আশা করি পোস্টটি সবার ভালো লেগেছে। এরকম নতুন নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন। আর সময় পেলে আমার এই পোস্টটি পড়বেন। ধন্যবাদ।
আরও পড়ুন, ডার্ক ওয়েব কি? ডার্ক ওয়েব নিয়ে যত প্রশ্ন।
One comment on “যেকোনো এপের নাম এবং আইকন পরিবর্তন করুন। সাথে থাকছে এপ ক্লোন করার ট্রিকসও।”
sikhenin
September 28, 2020 at 4:34 pmgood