
আসসালামুয়ালাইকুম
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে একটি নতুন এপ শেয়ার করবো। প্লে স্টোরে এই এপটির মূল্য ১৯০৳ টাকা, কিন্তু আমি এই এপটি আপনাদের ফ্রিতে দেব।
নিচে এপটির কিছু ছবিসহ বিস্তারিত দেখুন:
এপের নাম: SuperB Scanner Proএপের আকার: 2.1 MB এপের কাজ:
- ১।যে কোনো ধরনের Qr Code Scan করা।
- ২।যে কোনো url কে Qr code এ Generate করা।
- ৩।Gallery তে Save করা যে Qr Code কোনো কে Scan করা।
- ৪।যে কোনো Text কে Qr Code ঐ Generate করা যায়।
এই এপটির বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো:
- ১।এপটিতে এড নেই, অর্থাৎ এপটি এড ফ্রি।
- ২।এপটি ডার্ক মোডে ও করা যায়।
- ৩।এপটিতে ইংরেজির পাশাপাশি একাধিক Language আছে।
এপটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই।
এবার এপটি ডাউনলোড করার পালা
নিচে থেকে এপটি ডাউনলোড করে ইন্সটল করুন আর মজা উপভোগ করুন প্রো এপটির।
আজ আর নয়।
কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।
আসসালামুয়ালাইকুম