
#মুখের তৈলাক্ত ভাব দূর করতে হলে প্রতিদিন সন্ধ্যায়.. একটি ছোট বাটিতে ২ চা চামচ লেবুর রস, এক চামচ চিনি ও এক চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে ২মিনিট মুখে স্ক্রাব করে রেখে দিতে হবে। এরপর ২০ মিনিট পর ধুয়ে ফেললেই ফেইস সতেজ এবং ফ্রেশ লাগবে।
#চুল পরা বন্ধ করতে হলে
প্রতিদিন রাতে মেথি পানিতে ভিজিয়ে রেখে, সকালে সেই পানি খাবেন৷ইনশাআল্লাহ্ ভালো ফল পাবেন৷
#নখ দ্রুত বড় ও মজবুত করার টিপস
সকাল বেলা নখে রসুনের কুয়া ঘসুন
বিকেল বেলা রসুন বা টা ও ডিমের সাদা টুকু add করে ১০ মিনিট রাখুন
#ঘরোয়া ভাবে ফরসা হউয়ার উপায়
১.রাতে দুধে মুসুরের ডাল ভিজেয়ে রেখে সকাল এ বেটে use করলে ১ মাসে হলুদ ফরসা হবেন
২.আলু বাটা সকাল এ use করবেন।। inshallah vlo fol paben
চুল অল্প দিনে সিল্ক ও লম্বা করার টিপস
১. পরিমান মত নারিকেল তেল
২.এক চা চামচ মেথি গুড়ো
৩.এক চা চামচ কালো জিরার গুড়ো
৪.এক চা চামচ তিসসির গুড়ো
৫.একটি E- Capsule
সব গুলা এক সাথে মিস্ক করে রাত এ ভিজিয়ে রাখতে হবে,,, সকাল এর গুসুল এর ২ ঘন্টা আগে চুল এ লাগিয়ে সেম্পু দিয়ে দুয়ে ফেলতে হবে।।।ভাল ফল ফেতে সপ্তাহে ২-৩ বার বএবহার করেন ☺️