
মেয়েদের জীবন কাহিনি ?
একটা মেয়ে যদি রিলেশন করে ছেলেটাকে অনেক ভালবেসে তাহলে ছেলেটা এবং তার সব বন্ধুরা বলে,, দোস্ত মাইয়াডা তরে না তর ফিগার,
টাকাকে ভালবাসে,,, আর যদি দুই জন দুই জনকে ভালোবাসে তারা নিজেদের জীবন সংগি হিসাবে বেছে নেই তাহলে সমাজের মানুষ তার মা-বাবাকে বলে এসব মেয়েকে জন্ম দিলে সমাজ নষ্ট হয়ে যাবে,,
আর যদি মেয়েটা নিজের মা-বাবার সম্মান রক্ষার জন্য তার ভালোবাসাকে ছেড়ে আসতে চাই বা আসে তাহলে ছেলেটা বলে মেয়েটা স্বাথপর,বেইমান,লুভি, খারাপ কিন্তু কেউ তার অবস্থা বুঝে না,,,
মেয়ের পরিবার তাদের সম্মানে জন্য মেয়ের থেকে তার ভালোবাসাকে কেরে নেই,, আর সেই ভালোবাসায় মেয়েটাকে খারাপ বলে,,,আর যখন ভালোবাশার দুহাই দিয়ে মেয়ের সাথে নূংরামি করে তখন সেই প্রমান ভিডিও দিয়ে তাকে ব্লেকমাইল করে আর খারাপ কাজ করতে বাদ্দ ও করে,,
,তাদের প্রয়জন শেষ হইয়ে গেলে আবার সেই প্রমান সবাইকে দেই আর মেয়েটাকে সমাজএর সামনে ছোট করে,,,দিন শেষে সবাই বলে মেয়েরাই সারথপর বেইমান? কেউ মেয়েদের হাশি মুখের পিছনে লুকিয়ে থাকা কষ্ট অনুভব করে না?