ভাই/বোনেরা কেমন আছো…..?
আশা করি সৃষ্টিকর্তা ভালই রেখেছে….!
তো চলো কাজের কথায় আসি…..
তোমারা হয়ত যান যে ২০১৮ নবেম্বর মাসে নগদ(মোবাইল ফাইনান্সিয়াল সার্বিস) হিসেবে এসেছে।
যার মুল কম্পানি হলো বাংলাদেশ পোষ্ট অফিস। বা বাংলাদেশ ডাক বিভাগ।
আজকের পোষ্ট” কিভাবে নগদ মোবাইল অ্যাপ থেকে ফ্লেক্সিলোড করবে”
তার আগে তোমার ব্যাক্তিগত একাউন্ট (নগদে) ব্যলেন্স / টাকা থাকতে হবে।
আমি নগদ উদ্দোক্তা থেকে ৫০ ৳ Cash in করছি। এখন আমার ব্যালেনস ৫০৳.
ফ্লেক্সলোড করার জন্যে প্রথমে নগদ অ্যাপ এ প্রবেশ করতে হবে এবং লগিন করতে হবে।
যারা লগিন করতে পারো না তারা নিচের Screenshot Follow কর।
লগিন করার পর মোবাইল রিচার্জে Option এ ক্লিক কর।
তার পর ১১ ডিজিটের মোবাইল নম্বরটি লিখে > তির চিহ্ন এ ক্লিক কর।
একাউন্ট ধরন এ প্রিপেইড দাও।
টাকার পরিমান দাও।
একাউন্ট পিন দাও।
Submit এ ক্লিক কর।
তার পর “না” ও “হ্যা” option টি আসলে
হ্যা দাও।
Successfully তোমার মোবাইল রিচার্জ সম্পন্য হয়েছে।
ধন্যবাদ GetBDTips এর সাথে থাকার জন্যে
নিত্যনতুন টিপস পেতে আমাদের সাথেই থাক।
পোষ্ট টি করা হয়েছে।
ইত্যাদি ষ্টোর
বিয়ারা,বনবাড়িয়া,সিরাজগঞ্জ
Nagad Uddokta
01848265536
সিরাজগঞ্জ এ একাউন্ট খোলার জন্যে যোগাযোগ করতে পারো।
0 Comments