
চার্জ সম্পর্কে নগদের ফেসবুক পেজ এ জানতে জানতে চাইলে তারা নিম্নোক্ত মেসেজটি আমাকে প্রদান করেন। নগদ অ্যাকাউন্ট এর মাধ্যমে গ্রাহকগণ ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি এবং টপ আপ (মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ) সুবিধা গ্রহণ করতে পারবেন। ক্যাশ ইন অথবা ক্যাশ আউট এর ক্ষেত্রে গ্রাহক প্রতিবার সর্বোচ্চ ৫০,০০০ টাকা এবং সর্বমোট ১০ বারে ২৫০,০০০ টাকা দৈনিক লেনদেন করতে পারবে। মাসে সর্বোচ্চ ৫০০,০০০ টাকা ক্যাশ ইন অথবা ক্যাশ আউট করতে পারবেন সর্বোচ্চ ৫০ বারে। ক্যাশ ইন এর জন্য গ্রাহককে কোন ধরণের চার্জ প্রদান করতে হবে না। ক্যাশ আউটের ক্ষেত্রে গ্রাহককে USSD (*167#) ব্যবহার করলে প্রতি হাজারে ১৮ টাকা চার্জ প্রদান করতে হবে। নগদ অ্যাপ এর মাধ্যমে ক্যাশ আউট করা হলে প্রতি হাজারে ১৭ টাকা চার্জ প্রযোজ্য হবে। একজন গ্রাহক প্রতিবার সর্বোচ্চ ৫০,০০০ টাকা সেন্ড মানি’র মাধ্যমে অন্য আরেকজন নগদ গ্রাহককে ‘পাঠাতে পারবেন। একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ বারে সর্বোচ্চ ২৫০,০০০ টাকা এবং মাসে সর্বোচ্চ ১৫০ বারে সর্বোচ্চ ৫০০,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন । প্রতিবার USSD (*167#) ব্যবহার করে টাকা পাঠাতে গ্রাহককে ৪ টাকা চার্জ প্রদান করতে হবে তবে, নগদ অ্যাপ ব্যবহার করে টাকা পাঠাতে কোন চার্জ প্রযোজ্য হবে না। টপ আপ (মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ) এর ক্ষেত্রে একজন গ্রাহক প্রতিবার সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন দিনে যত খুশি তত বার।
পোষ্টি করেছেন
M/S Ittady Store-Nagad Uddokta
বিয়াড়া বনবাড়িয়া সিরাজগঞ্জ -৬৭০০