
ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন ।
আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস ।
আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
আপনারা হয়তো অনেকেই জানেন না যে গ্রামিনফোন সিমে অটোমেটিক নগদ একাউন্ট খুলে গেছে।
পাসওয়ার্ড সেট করতে নিচের ছবিগুলো ফলো করুন।
প্রথমে আপনার ফোনের ডায়াল পেডে গিয়ে *167# চাপুন।
তারপর কল করুন।
সিম গ্রামিনফোন সিলেক্ট করুন।
তার পর আবার ঐ পাসওয়ার্ড দিয়ে সেন্ড এ ক্লিক করুন।
আপনার পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এবার আপনার ফোনে একটা মেসেজ আসবে।