
প্লিজসবাইদেখুন
ভোট আসে ভোট যায়,আমাদের গ্রামের ১% ও উন্নয়ন নাই।
গ্রামটার নাম বিলাসি।আমি যখন ৬ বছরের ছিলাম তখন থেকেই দেখছি, বর্ষা এলে এই গ্রামে রাস্তা মাঝে পুকুর তৈরী হয়। তখন গাড়ি চলাচল তো দুরের কথা মানুষ ও ভালো ভাবে চলতে পারেন না।
না দোস সরকারের না।
গ্রামে রয়েছে কিছু স্বার্থেন্বেশি লোক।
যারা নিজের ইচ্ছা মত রাস্তাকে নিজের প্রপাটি করে ফেলেছেন। রাস্তার এমন অবস্থা নিয়ে কেউ চেয়ারম্যান কে আবেদন ও করে না। কারন এখানে রয়েছে কিছু, অতি মুর্খ ভদ্র সম্প্রদায়(চামচা), যারা উদ্যক্তাদের মাথায় বাড়ি দিয়ে থামিয়ে দেন।
চেয়ারম্যান সাহেব প্রতি ৫ বছর পর পর এসে এমন লেকচার দেন শুনে মনে হয় রাস্তায় টাইলস বসাবেন, দোতলা বাড়ি চারতলা করবেন, আবার বলেন রাস্তার চারপাসে অন্ধকার ল্যাম্পপোস্ট দিব। কোথায় ল্যাম্পস্ট? গাড়ি ঠেলার লোক পাওয়া যায় না এমন রাস্তা।
যখন ভোট শেষে বোকা জনগন চেয়ারম্যান কে পাস করিয়ে দেন তখন চেয়ারম্যান এর ন্যাজ ধরায় দূর অবস্থা হয়ে পড়ে।
একটা ঘটনা মনে পড়ে গেল, একবার আমাদের ফুটবল টিমের যারা ফুটবল খেলত তারা গ্রামের একতা সভায় চেয়ারম্যান এর কাছে ফুটবল আবদার করে। পরে চেয়ারম্যান তাদের অফিসে আস্তে বলেন। এবং টিম থেকে যে দুজন গেছিল তাদের ২/৩ ঘন্টা বসিয়ে রেখে বলে যে তোমাদের এটা টাইম হলো?
বলে অপমান করে তাড়িয়ে দেয়।
আসছে ভোট মামা বাষ নিয়ে রেডি আছি এবার।
waiiiiitttt:::: বাস কাউকে মারার জন্য নিয়ে বসে নাই, চেয়ারম্যান সাহেবের গাড়ি আসবে ঠেলে গর্ত থেকে তোলার জন্যা নিয়ে বসে আছি।
এবার খেলা হব্বে।
সবাই ভালো থাকবেন খোদা হাফেজ।