
কবিতা ঃ
রাত যখন হবে নিঝুম,
উরে যাবে তুমার ও ঘুম,
বুক ভিজে জাবে অশ্রু তে তুমার,
খুজে ফিরবে প্রতিটি স্রিতির মাঝে,
কভু পাবে না খুজে আমাই,
হইতো খুজবে তুমি প্রতিদিন সেই সকালের শিশির
বিন্দুর মাঝে..তবুও পাবএ না খুজে তুমার সেই মায়াবতি টাকে,,,
যে ছুটে আসতো তুমার সেই নিষ্পাপ চাহনির চখের ইসারাই,,,
সে কেন এখন আসে না, সে কি তুমাই ভুলএ গেসে??
না সে কখনই তুমাকে ভুলে নি সে তহ তুমার দেওয়া কথার নেশাই আসক্ত,,,