Tipsbdbazar এর পোষ্ট করার কিছু নিয়ম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
ভাইয়ারা সব কেমন আছেন আশা করি ভালই।
আমি “মোহাম্মাদ লিখন সরকার (লাফি)” {Admin }
আজকে আলোচনার বিষয় হলো
Tipsbdbazar.Blogspot.com এ কিছু পোষ্ট করার নিয়ম যা আপনি না মানলে Author পথ থেকে বাতিল ঘোষনা করা হবে।
পোষ্ট করার আগে কি করবেন
পোষ্ট করার আগে আপনাকে ভেবে নিতে হবে
১। কি নিয়ে আপনি আপনি পোষ্ট করবেন।
২।পোষ্টের ক্যাটাগরি টা কি হবে।
৩।আমাকে সম্পুর্ন Copyright মুক্ত পোষ্ট করতে হবে।
৪।আমার পেশার জন্যে নয় বরং শেখা অথবা শিখানোর জন্য পোষ্ট করব।
৫।English post translate করে করলে পোষ্ট শেষে সাইটের লিংক দিতে হবে।
পোষ্টের মাঝে কি করতে হবে?
১।পোষ্ট লেখার সময় মাঝেমধ্যে Save এ ক্লিক করতে হবে(যাতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে তা হারিয়ে না যায়)
২। সঠিক ক্যাটাগরি পছন্দ করে ক্যাটাগরি যোগ করতে হবে।
৩। কি পোষ্ট করছেন তা বুঝাতে কপমক্ষে ২০ শব্দের শিরোনাম ব্যাবহার করুন।
৪।Sideber এ Search Description এ পোষ্টের মুল বিষয় লিখুন।
৫। কোনো পোষ্টে যেমন : রেজিস্ট্রেশন, অ্যাপ, ইনকাম ইত্ত্যাদি পোষ্টে অবশ্যই Screenshot ব্যাবহার করতে হবে।
৬। পোষ্ট পাবলিশ না করে পোষ্ট লিখা শেষে Draft করে রেখে দিন। Admin এসে তা পাবলিশ করবে। এবং পোষ্ট এ কিছু স্কিপ্ট বসিয়ে তারপর publish করা হবে।
তবে কোনো Author যদি স্ক্রিপ্ট Edit করে তাহলে Author থেকে বাতিল ঘোষনা করা হবে
তবে পোষ্ট Edit করলে সমস্যা নেই।
শ্রিঘ্রই WordPress এ যাওয়া হবে এবং যে কষ্ট গুলো আপনাদের করতে হচ্ছে তা আর করতে হবে না।
বি:দ্র: এই মুহুরতে Views বোনাস বন্ধ করা হলো।
এখন থেকে পোষ্টের মানের উপর পেমেন্ট করা হবে।
পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত Views বোনাস চালু করা হবে না।তবে যার সবচেয়ে বেশি view হবে তাকে মাসিক বোনাস হিসেবে ১ k views=১০ TK করে দেওয়া হবে।
ধন্যবাদ।
#TipsbdBazar™2018-19
ভালো,,,,আমি রাজি তাহলে পোস্ট ড্রাফ করে দিবানি…..ভাইয়া Auto payment 10 tk akono asini….and good post
ভাইয়া দুইটা পোস্ট লিখছি এখন কি পোস্ট করা যাবে….
auto payment succesful
hmm post koro