sikhenin
আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিটা টিউনে লাইক এবং আপনার মন্তব্য দেয়ার চেষ্টা করবেন।
Post Creator Info
*
Online
's Bio

This author may not interusted to share anything with others
Home » Tutorial » জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২২
জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২২

[ad_1]

জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২২ – এ বিষয়ে আজকের আর্টিকেলে আমরা জানবো।

প্রত্যেক ব্যক্তির জন্যই জন্ম নিবন্ধন সনদ (birth certificate) হলো খুবই গুরুত্বপূর্ণ একটি সার্টিফিকেট।

একটি শিশুর ছোটকাল থেকে শুরু করে স্কুল, কলেজ এবং যেকোন জায়গায় জন্ম নিবন্ধন সার্টিফিকেটের প্রয়োজন অবশ্যই হয়ে থাকে।

সুতরাং আমরা এটা বলতে পারি যে, যতদিন পর্যন্ত একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র না হয়, ততদিন পর্যন্ত তার জন্ম নিবন্ধন সনদটি জাতীয় পরিচয়পত্রের বিকল্প হিসেবে কাজ করে থাকে সকল ক্ষেত্রে।

চলুন জেনে নিই Jonmo Nibondhon Ki?

জন্ম নিবন্ধন কি? (What is birth certificate)

জন্ম নিবন্ধন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একটি শিশুর জন্মগ্রহণের পর তার নাম প্রথম সরকারি দলিলে বা খাতায় লেখা হয়ে থাকে।

জন্ম নিবন্ধন হলো একটি শিশুর জন্মের পর তার প্রাপ্ত মৌলিক অধিকার গুলোর মধ্যে একটি। এরপর একটি শিশুর আরেকটি মৌলিক অধিকার হলো, একটি নাম রাখা। জন্ম নিবন্ধনের মাধ্যমে একটি শিশু যে নামটি লাভ করে থাকে, সেই নামেই শিশুটি সারাজীবন সকলের পরিচিত হয়ে থাকে।

জন্ম নিবন্ধনের মাধ্যমে একটি শিশুর জাতীয়তা নিশ্চিত করা হয় এবং তার জন্ম সম্পর্কে দেশকে জানিয়ে দেওয়া হয়। একটি শিশু জন্মের পর জন্ম নিবন্ধনের মাধ্যমে রাষ্ট্র কতৃক প্রথম স্বীকৃতি পেয়ে থাকে।

তাহলে জন্ম নিবন্ধন কি এটা আমরা সকলেই জানি। তবুও আমি উপরে সংক্ষিপ্ত আকরে কয়েকটি লাইনের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছি।

এখন কথা হলো, আমরা যখন নতুন জন্ম নিবন্ধন সার্টিফিকেট করতে যাই, তখন আমাদের কত টাকা খরচ করতে হয় বা জন্ম নিবন্ধন ফি কত টাকা এ বিষয়ে আমরা অনেকেই জানি না।

নিচে এখন আমি জন্ম নিবন্ধনের জন্য নির্ধারিত ফি এর বিষয়ে আলোচনা করব।

জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২২: জন্ম নিবন্ধন করতে খরচ কত?

জন্ম নিবন্ধন ফি

জন্ম নিবন্ধনের সরকার কর্তৃক নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়েছে। তাহলে চলুন জেনে নিই জন্ম নিবন্ধনের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি কত টাকা?

জন্ম নিবন্ধনের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি

১) যদি নিবন্ধনাধীন ব্যক্তির বয়স জন্মের ৪৫ দিনের মধ্যে হয়ে থাকে, তাহলে তার জন্ম নিবন্ধন সনদ ফ্রিতেই করা যাবে। এতে কোন ফি আদায় করা হবে না।

২) জন্মের পর কোন ব্যক্তির বয়স যদি ৪৫ দিন থেকে ৫ বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তার জন্ম নিবন্ধনের জন্য ফি ২৫ টাকা এবং বিদেশে ১ মার্কিন ডলার।

৩) যদি কোন ব্যক্তির বয়স ৫ বছরের বেশি হওয়ার পরে জন্ম নিবন্ধন সার্টিফিকেট করা হয়, তাহলে তার ক্ষেত্রে নিবন্ধন ফি হলো ৫০ টাকা এবং বিদেশে ১ মার্কিন ডলার।

৪) জন্ম নিবন্ধন সার্টিফিকেটের জন্ম তারিখ সংশোধন করতে হলে ফি ১০০ টাকা এবং বিদেশে এর পরিমাণ ২ মার্কিন ডলার।

৫) জন্ম তারিখ বাদে অন্যান্য তথ্য গুলো যেমন, নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য সংশোধন বা পরিবর্তনের জন্য ৫০ টাকা এবং বিদেশে ১ মার্কিন ডলার।

৬) বাংলা এবং ইংরেজি দুইটি ভাষায় জন্ম নিবন্ধন সনদের নকল কপি সরবরাহের জন্য ফি দেশে ৫০ টাকা এবং বিদেশে ১ মার্কিন ডলার।

জন্ম নিবন্ধন ফি কত টাকা
জন্ম নিবন্ধনের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি।

জন্ম নিবন্ধন সার্টিফিকেট সম্পর্কিত অন্যান্য আর্টিকেল সমূহ-

আমার শেষ কথা

তাহলে বন্ধরা, আশা করি জন্ম নিবন্ধন ফি কত টাকা এ বিষয়ে সবকিছু ভালোভাবে জানতে পেরেছেন এই আরেটিকেলের মাধ্যমে।

যদি আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

আর জন্ম নিবন্ধন সম্পর্কিত যেকোন তথ্য (informations) পেতে প্রবেশ করুন আমাদের jonmonibondhon.info ব্লগে।

অবশ্যই পড়ুন –

[ad_2]

Read More


Post Date: May 13, 2022 Total: 17 Views

Leave a Reply on sikhenin.Com

HIDE sikhenin - Info Center
Copyright © 2018 All rights reserved.