ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি কি এ বিষয়ে আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারবো। এমনিতে ফিন্যান্স ও ব্যাংকিং এর ইংরেজি কি এ বিষয়ে আগের একটি আর্টিকেল রয়েছে।
Business Venture.
ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি মানে কি এ বিষয়ে নিচে বলা হয়েছে। ব্যবসায় উদ্যোগ এর English meaning কি এটি নিচে থেকে জেনে নিন।
ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি কি ?
ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি হলো Business Venture বা Business Entrepreneurship.
তাহলে ব্যবসায় উদ্যোগ ইংরেজি কী এ বিষয়ে উপরে জানতে পেরেছেন।
এখন চলুন জেনে নিই, ব্যবসায় উদ্যোগ কি বা ব্যবসায় উদ্যোগ কাকে বলে?
ব্যবসায় উদ্যোগ কি ? (Business Venture Defination in Bengali)
উদ্যোগ কাকে বলে: যখন কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোন ইতিবাচক নতুন চিন্তা মাথায় রেখে তা বাস্তবায়নে প্রয়োজন তাকে উদ্যোগ বলে।
অথবা, যেকোন কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলে।
ব্যবসায় উদ্যোগ কাকে বলে: মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে ব্যবসায় স্থাপন করাকে ব্যবসায় উদ্যোগ বলে।
অথবা, নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য, সেবা পদ্ধতি বা বাজার সামনে রেখে একজন ব্যবসায়ীর নতুন উদ্যোগকে ব্যবসায় উদ্যোগ বলে।
উদ্যোক্তা কাকে বলে: যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ইতিবাচক নতুন চিন্তা মাথায় রেখে তা বাস্তবায়নের প্রয়াসী হন তাকে বা তাদেরকে উদ্যোক্তা বলে।
তাহলে, ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি কি এ বিষয়ে এই আর্টিকেলে আশা করি আপনারা জানতে পেরেছেন।
যদি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে তাহলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আর আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
অবশ্যই পড়ুন –