sikhenin
আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিটা টিউনে লাইক এবং আপনার মন্তব্য দেয়ার চেষ্টা করবেন।
Post Creator Info
*
Online
's Bio

This author may not interusted to share anything with others
Home » Tutorial » লিংক কি বা কাকে বলে ? Link কিভাবে কাজ করে
লিংক কি বা কাকে বলে ? Link কিভাবে কাজ করে

[ad_1]

লিংক কি বা লিংক কাকে বলে, লিংক এর কাজ কি, লিংক কোথায় ব্যবহার করা হয় এসব বিষয়ে আজকের আর্টিকেলের আমি আলোচনা করতে চলেছি।

বন্ধুরা, আজকাল ইন্টারনেটের এই যুগে আমরা যেকোন জায়গায় লিংক (Link) শব্দটি সচারাচর শুনে থাকি।

যেমন: আমরা প্রায়ই বলে থাকি যে, সেই নিউজটার লিংক কি বা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের বেলায় বলে থাকি তাদের ফেসবুক পেজের লিংক কি অথবা তাদের ইউটিউব চ্যানেল এর লিংক কি?

আর এই লিংক গুলো আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় শেয়ার করে থাকি।

তাই আপনি যদি জানতে চান যে লিংক মানে কি বা লিংক কিভাবে কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করা হয় তাহলে নিচে এ বিষয়ে আমি আপনাদের বলতে চলেছি।

লিংক (Link) শব্দটি হলো হাইপারলিংক (Hyperlink) শব্দের সংক্ষিপ্ত রূপ।

তাহলে চলুন নিচে জেনে নিই হাইপারলিংক কাকে বলে?

হাইপারলিংক কি ? (What is Hyperlink in Bengali)

লিংক কি

লিংক (হাইপারলিংক এর সংক্ষিপ্ত রূপ) হলো এক ধরনের HTML Object এবং যখন এর উপর click করা হয় তখন এটি ওয়েবে একটি নতুন জায়গায় প্রবেশ করতে সাহায্য করে।

ইন্টারনেটে প্রত্যেকটি ওয়েব পেজের একটি লিংক থাকে।

সহজ করে বলতে হলে, একটি ওয়েবসাইটে প্রবেশের জন্য ওয়েব ব্রাউজারে যে টেক্সট গুলো টাইপ করতে হয় তাকে লিংক (Link) বলা হয়।

আরও সহজ ভাবে বলতে গেলে, কোন ওয়েবসাইটের ঠিকানাকে লিংক বলে।

যেমন: আমাদের এই ওয়েবসাইটের লিংক হলো https://itjano.xyz এবং আপনি যদি আমার সাইটে প্রবেশ করতে চান তাহলে আপনার ওয়েব ব্রাউজারে এই ঠিকানাটি টাইপ করতে হবে। এরপর browse করলে আপনি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

ওয়েবসাইট মানে কি এ বিষয়ে যদি আপনি না জেনে থাকেন তাহলে আমাদের ব্লগে ওয়েবসাইট কি এই বিষয়ে আগেই একটি আর্টিকেল লিখা হয়েছে যেটি আপনি পড়ে আসতে পারেন।

লিংক এর আরেকটি নাম হলো URL Address. (URL এর পূর্ণরূপ Uniform Resource Locator)

উদাহরণ হিসেবে বলা যায়, ইউটিউবের URL address বা Link হলো youtube.com

এবং ফেসবুকে প্রবেশের লিংক হলো facebook.com

যদি আমরা ব্রাউজার ব্যবহার করে direct এই ওয়েবসাইট গুলোতে প্রবেশ করতে চাই, তাহলে ব্রাউজারের address bar এর মধ্যে সেই সাইটের URL বা Domain name টাইপ করে ব্রাউজ করতে হয়।

উপরে আপনাদের বলেছি কোন একটি ওয়েবসাইটের সরাসরি ওয়েব ঠিকানা বা লিংক এর বিষয়ে।

এখন চলুন হাইপারটেক্সট বা হাইপারলিংক এইচটিএমএল object এর বিষয়ে জেনে নিই।

লিংক কোন ধরনের হয়ে থাকে ? (Types of Link)

আমরা জানি, কিছু HTML elements হলো text, images ইত্যাদি।

লিংক সাধারণত text, image এবং অন্যান্য HTML Elements গুলোর সাথে যোগ করা হয়ে থাকে।

প্রায় সবগুলো টেক্সট লিংক এর color নীল (blue) হয়ে থাকে। এটি হলো একটি standard color যা ব্রাউজার গুলো যেকোন লিংকের ক্ষেত্রে প্রদর্শন করে থাকে।

তবে লিংক যেকোন color এর হতে পারে, যদি লিংক টেক্সটকে HTML এবং CSS Code ব্যবহার করে customize করা হয়।

ওয়েবের শুরুর দিকে, লিংক টেক্সটকে underline করা হতো। কিন্তু বর্তমানে link এর নিচে underline এর ব্যবহার খুব বেশি দেখা যায় না।

লিংক কিভাবে কাজ করে ? (How link works)

আপনি এখন আমার ওয়েবসাইটের এর “লিংক কি” এই আর্টিকেলটি পড়ছেন। আর্টিকেলে সাধারণত টেক্সট গুলো আপনি black color এর দেখছেন এবং এর পাশাপাশি কিছু text বা লেখাকে blue বা নীল কালারের দেখছেন।

এই নীল কালারের শব্দ গুলোকে হাইপারলিংক এর মাধ্যমে যুক্ত করা হয়েছে। অর্থাৎ এই ওয়েবপেজের সাথে আমার ওয়েবসাইটের অন্য একটি ওয়েবপেজকে এই হাইপারটেক্সট বা হাইপারলিংক এর মাধ্যমে connect করা হয়েছে।

আপনি যদি এই শব্দগুলোতে ক্লিক করেন তাহলে সেই টেক্সট এর সাথে কানেক্ট করা অন্য একটি নতুন ওয়েবপেজ বা আর্টিকেল আপনার ব্রাউজারে ওপেন হয়ে যাবে।

তাহলে এটাকেই বলা হয় “হাইপারটেক্সট বা হাইপারলিংক অথবা লিংক।”

সুতরাং হাইপারলিংক হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে html link tag ব্যবহার করে একটি ওয়েবপেজের সাথে অন্যান্য ওয়েবপেজগুলোকে যুক্ত করা যায় (অন্য ওয়েবপেজের ঠিকানাকে link tag এর দ্বারা হাইপারটেক্সট এর মাধ্যমে সংযুক্ত করা হয়ে থাকে।

সেই লিংক টেক্সট গুলোতে ক্লিক করলে কানেক্ট করা ওয়েবপেজ ব্রাউজারে ওপেন হয়ে যায়।

লিংক শুধু টেক্সট এর মাধ্যমে যুক্ত করা হয় না, ইমেজ এর মাধ্যমেও হাইপাইলিংক যুক্ত করা হয়ে থাকে।

যখন HTML Link Tag একটি ইমেজের উপরে aply করা হয় তখন link tag এর ভিতরে image tag কে রাখা হয়, ফলে ইমেজটি একটি লিংক হিসেবে কাজ করে থাকে এবং ইমেজটির উপরে ক্লিক করে targeted ওয়েবপেজে নিয়ে যাওয়া হয়।

তাহলে আমরা জানলাম, লিংক বিভিন্ন ভাবে তৈরি হয়ে থাকে।

একটি ওয়েবপেজে কিভাবে লিংক যুক্ত করা হয়? (How to add link in a webpage)

আমি উপরে দুই প্রকারের লিংক এর বিষয়ে আপনাদের বলেছি। যেমন:

যখন একটি ওয়েবপেজের সাথে অন্য একটি ওয়েবপেজকে টেক্সট লিংক এর সাথে সংযুক্ত করা হবে তখন Text link tag টি নিচের মতো হবে।

HTML Text Link Tag:

<a href=”https://itjano.xyz/ওয়েবসাইট-কি/”>ওয়েবসাইট কি</a>

অর্থাৎ এই HTML tag কোন একটি ওয়েবপেজের যে জায়গায় আমি যুক্ত করবো সেই জায়গায় “ওয়েবসাইট কি” এই শব্দ দুটি হাইপারটেক্সট বা হাইপারলিংক হিসেবে প্রদর্শিত হবে এবং এখানে ক্লিক করলে সেই আর্টিকেলটি ওপেন হবে।

“https://itjano.xyz/ওয়েবসাইট-কি/” এখানে এটি হলো যে ওয়েবপেজকে হাইপারলিংক এর মাধ্যমে যুক্ত করা হবে তার ঠিকানা বা URL Address.

এর পরে চলুন জেনে নিই Image link tag কিভাবে ব্যবহার করা হয়?

HTML Image Link Tag:

<a href=”https://itjano.xyz/ওয়েবসাইট-কি”><img src=”/images/website.jpg” alt=”ওয়েবসাইট”></a>

এটি হলো HTML Image Link Tag এর একটি উদাহরণ। এক্ষেত্রে এখানে ব্যবহৃত ইমেজটির উপর ক্লিক করলে আমার ব্লগের “ওয়েবসাইট” বিষয়ক আর্টিকেলটি ওপেন হবে।

যেহেতু আপনি লিংক এর বিষয়ে জানার জন্য এই আর্টিকেলটি পড়ছেন তাহলে আপনাকে লিংক এর সাথে জড়িত আরও একটি বিষয়ে জানতে হবে।

যেমন: </a> tag এর ভিতরে যে এক বা একাধিক শব্দকে রাখা হবে যেগুলোকে বলা হয় anchor text. এই anchor text এর মধ্যে রাখা শব্দই হাইপারটেক্সট হিসেবে কাজ করবে এবং এই শব্দের দ্বারা অন্য একটি ওয়েবপেজ একটি ওয়েবপেজের সাথে সংযুক্ত থাকবে।

এছাড়াও আরও অনেক ধরনের লিংক রয়েছে, যেমন: relative link, absolute link, internal link, external link, nofollow link, dofollow link, backlink ইত্যাদি।

এসবের বিষয়ে আমাদের ব্লগে এখনো আর্টিকেল লিখা হয়নি। আপনি গুগলে সার্চ করে জেনে নিতে পারেন।

HTML Hyperlinks – W3Schools

লিংক কোথায় ব্যবহার করা হয়?

লিংক সাধারণত ওয়েবসাইটের ওয়েবপেজে ব্যবহার করা হয়ে থাকে।

তাছাড়া প্রত্যেকটি ওয়েবসাইট বা ওয়েবপেজের এক একটি নির্দিষ্ট ওয়েব ঠিকানা বা link থাকে। যার মাধ্যমে ইউজাররা সেই ওয়েবপেজটি access করতে পারে।

আমার শেষ কথা

তাহলে বন্ধুরা, লিংক কি বা লিংক কাকে বলে এ বিষয়ে আশা করি আজকের আর্টিকেলে আপনারা জানতে পেরেছেন।

What is a link in Bengali এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন।

আর আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

অবশ্যই পড়ুন –

[ad_2]

Read More


Post Date: May 13, 2022 Total: 16 Views

Leave a Reply on sikhenin.Com

HIDE sikhenin - Info Center
Copyright © 2018 All rights reserved.