[ad_1]
হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে এন্ড্রয়েড ফোনের কয়েকটি সেরা ওয়েব ব্রাউজার এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।
বর্তমানে আমাদের সকলেরই নানা কাজে বিভিন্ন ওয়েব ব্রাউজারের প্রয়োজন হয়। যদিও আমাদের ফোনে আগে থেকে ডিফল্ট ভাবে ২-১ টি ব্রাউজার দেওয়া থাকে। তাও আমরা চাই নতুন কিছু ব্যবহা করতে। তো যাদের মনে এই রকম প্রশ্ন আসছে তাদের জন্য এই পোস্ট টি। এই পোস্ট এ আপনারা এন্ড্রয়েড ফোনের জন্য সেরা ৫ টি ব্রাউজার সম্পর্কে জানতে পারবেন।
আমরা এই আরটিকেল থেকে যা যা জানবো
এন্ড্রয়েড ফোনের জন্য সেরা ৫ টি ওয়েব ব্রাউজার
নিচে আমি আপনাদের জন্য এন্ড্রয়েডের সেরা ৫ টি ওয়েব ব্রাউজার এর সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
Google Chrome

সেরা ব্রাউজার নিয়ে কথা হবে আর এই গুগল ক্রোম ব্রাউজার নিয়ে কথা হবে না, এটা ভাবা আসলেই ভুল। কেননা, শুধু আমার না সকলের ধারণা এই গুগল ক্রোম ব্রাউজার টি ই বিশ্বের সেরা ব্রাউজারের তালিকায় প্রথম থাকবে। তো এর জন্য আমিও এই ব্রাউজারকে সম্মান জানিয়ে তাকে আমার এই লিস্টের প্রথমে রাখলাম।
আসলে গুগল মানেই বেস্ট সেটা সকলে জানেন। আর যেহেতু এই ক্রোম ব্রাউজার টি গুগলের তাই এটাকে সেরা ব্রাউজার বলে ধরে নেওয়াই যায়। তাছাড়া এই ব্রাউজার টি তে আপনারা আনলিমিটেড ট্যাব, গ্রুপ ট্যাব খুলে একসাথে অনেক গুলো কাজ করতে পারবেন।
এই ব্রাউজার টি গুগল প্লে স্টোর থেকে ১০ বিলিয়নের ও বেশি বার ডাউনলোড করা হয়েছে, এবং এই ব্রাউজার টি প্লে স্টোর থেকে ৩৭ মিলিয়ন রিভিউ পেয়েছে। এই ব্রাউজার টি প্লে স্টোরে ৪.৩ রেটিং এ রয়েছে এবং এই ব্রাউজারের সাইজ মাত্র ১০৮.৮ এম্বি (কিছু কিছু ফোন ভেদে এই সংখ্যা কিছু কম বা বেশি হতে পারে)।
যদিও এই ব্রাউজার প্রায় সকল ফোনেই আগে থেকে ডিফল্ট ভাবে দেওয়া থাকে, তাও কিছু কিছু চাইনা কোম্পানী ফোন যেমন হুয়াওয়ে (Huaway) তে এই ব্রাউজার নাও থাকতে পারে। যাদের নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।
Samsung Internet Browser

এই ব্রাউজার টি মূলত স্যামসাং কোম্পানী এর একটি ব্রাউজার। এই ব্রাউজার টি সকল স্যামসাং ব্রাউজারে ডিফল্ট ভাবেই দেওয়া থাকে। যাই হোক, এই ব্রাউজার টি ও অনেক ভালো চাইলে ব্যবহার করে দেখতে পারেন।
এই ব্রাউজার টি প্লে স্টোর এ ৪.৪ রেটিং এ রয়েছে এবং এর রিভিউ সংখ্যা ৪ মিলিয়ন। এই এপ টি প্লে স্টোর থেকে ১ বিলিয়ন বারের ও বেশি ডাউনলোড করা হয়েছে। এর সাইজ মাত্র ৫২ এম্বি। এই এপ টি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।
Kiwi Browser

সেরা ব্রাউজারের তালিকায় যদি গুগল ক্রোম ব্রাউজার থাকতে পারে তাহলে কিউই ব্রাউজার কেন থাকবে না? এটা বলার কারণ হলো গুগল ক্রোম ও কিউই ব্রাউজার ৯০% একই। আপনারা যদি গুগল ক্রোম ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে যান আর যদি সেইম সার্ভিস এর অন্য ব্রাউজার ব্যবহার করতে চান তাহলে এই কিউই ব্রাউজার ব্যবহার করতে পারেন।
এই ব্রাউজারের আরো একটি দারুন ফিচার আছে যা শুনলে অবাক হয়ে যাবেন এবং একবার হলেও ভাববেন এই ব্রাউজার টি কে ডাউনলোড করি। তো সেই ফিচার টি সম্পর্কে আপনাদের বলছি। আপনারা যারা পিসি কিংবা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তারা কিন্তু দেখেছেন সেই ব্রাউজারে নানা রকম এক্সটেনশন থাকে এবং চাইলে আরো এক্সটেনশন ইন্সটল ও করা যায়। আর এই এক্সটেনশন কিন্তু নানা কাজে নানা এক্সটেনশন লাগে।
কিন্তু এই ফিচার পিসি তে থাকলেও এন্ড্রয়েড ফোনে নেই। তবে আপনারা জানলে অনেকটা অবাক হবেন যে এই কিউই ব্রাউজারে এই ফিচার আছে। চাইলেই যে কোনো এক্সটেনশন ইন্সটল করা যায় এই ব্রাউজার থেকে। আর সেগুলোকে প্রয়োজন মতো ব্যবহার ও করা যায়।
তো যাই হোক, এই ব্রাউজার টি প্লে স্টোর এ ৪.৬ রেটিং এ রয়েছে এবং এর রিভিউ সংখ্যা ৬৮ হাজার টি এর মতো। এই এপ টি প্লে স্টোর থেকে ১০ মিলিয়ন বারের ও বেশি ডাউনলোড করা হয়েছে। এর সাইজ মাত্র ৬৯ এম্বি। খুব সহজেই নরমাল এপ এর মতো এই ব্রাউজার টি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।
Opera Mini

সেরা ব্রাউজারের লিস্ট এর তালিকায় ৪ নং এ রাখবো আমি এই ওপেরা মিনি কে। ওপেরা মিনিকে এই লিস্ট এ রাখার কারণ এর সার্ভিস গুলো এর দিক থেকে এর সাইজ অনেক কম। ওপেরা মিনি নির্দিধায় এই লিস্ট এ রাখা যায় এর ব্রাউজিং স্পিড এর উপর নির্ভর করে। খুব দ্রুত ব্রাউজিং এবং ডাউনলোড এর দিক থেকে কোনো ব্রাউজারের থেকে পিছিয়ে থাকবে না এই ওপেরা মিনি।
তো যাই হোক, এই ব্রাউজার টি প্লে স্টোর এ ৪.৩ রেটিং এ রয়েছে এবং এর রিভিউ সংখ্যা ৮ মিলিয়ন এর মতো। এই এপ টি প্লে স্টোর থেকে ৫০০ মিলিয়ন বারের ও বেশি ডাউনলোড করা হয়েছে। এর সাইজ মাত্র ১৪ এম্বি। খুব সহজেই নরমাল এপ এর মতো এই ব্রাউজার টি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।
FullDive Browser

এই ব্রাউজার টি সম্পর্কে অনেকে জানেন ও না। এর কারণ এটা বেশি জনপ্রিয় না। এটি প্লে স্টোর থেকে মাত্র ১ মিলিয়ন এর মতো ডাউনলোড হয়েছে। আর এর রিভিউ সংখ্যা মাত্র ১১৪ হাজার। কিন্তু এর পরেও এই ব্রাউজারটি কে আমাদের এই লিস্ট এ রাখার কারণ হলো এই ব্রাউজার এর কার্যক্ষমতা ও রেটিং এর দিক থেকে।
এটি প্লে স্টোরে ৪.৭ রেটিং এ রয়েছে আর এর সাইজ মাত্র ৩২ এমবি। এই ব্রাউজার টি এর আরো একটি দারুন ফিচার হলো এই ব্রাউজার থেকে আপনারা খুব সহজেই টাকা আয় করতে পারবেন। টাকা আয় করার জন্য সুধু ব্রাউজিং করতে হবে আর কিছু এডমোব এড দেখতে হবে। যার ফলে কিছু কয়েন পাবেন যা পরে বিভিন্ন মাধ্যমে উইথড্র করতে পারবেন।
এছাড়া এই ব্রাউজার টি ডাউনলোড ও ব্রাউজিং এর যাস্ট ওয়াও। আমি ব্যাক্তিগত ভাবে এই ব্রাউজার টি ডাউনলোড করি। আসলেই অনেক ভালো একটি ব্রাউজার। খুব সহজেই এই ব্রাউজার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
[বি.দ্রঃ হয়তো বা এই ব্রাউজার গুলো সম্পর্কে অনেকে যানেন, তাও আমি এই পোস্ট শেয়ার করলাম কারণ কিওয়ার্ড রিসার্চ করে দেখলাম অনেকেই এখনো এই বিষয় নিয়ে সার্চ করে। তাই এই পোস্ট টি লিখা। যারা যানেন দয়া করে স্কীপ করে যাবেন।]
তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।
নিজে যা জানি তা অন্যকে জানাতে ভালোবাসি আর্টিকেলের মাধ্যমে। বিভিন্ন ওয়েব সাইটে লেখালেখি করি.
Please Share This Article
[ad_2]
Source link