sikhenin
আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিটা টিউনে লাইক এবং আপনার মন্তব্য দেয়ার চেষ্টা করবেন।
Post Creator Info
*
Online
's Bio

This author may not interusted to share anything with others
Home » Uncategorized » চিকেন ব্রোস্ট বিরিয়ানি বাংলার রান্নার রেসিপি
চিকেন ব্রোস্ট বিরিয়ানি বাংলার রান্নার রেসিপি

চিকেন ব্রোস্ট বিরিয়ানি
উপকরন:
১) চিকেন- ৮-১০ টুকরা
গোলমরিচ্ গুড়আ- ২ চা চামচ্
সয়াসস-২ চা চামচ্
আদা/রসুন বাটা- ৩ চা চামচ্ করে
কর্ণফ্লাওয়ার-২ টেবিল চামচ্
ময়দা-৩ টেবিল চামচ্
টালা মরিচ্ গুড়আ- ১ চা চামচ্
বেসন-২ টেবিল চামচ্
লবন- ১/৪ চা চামচ্
ডিম – ১ টি
২) পেঁয়াজ বেরেস্তা-২ কাপ
টক দই- ১/২ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
জয়এী বাটা- ১/২ চা চামচ
জয়ফল বাটা- ১/৪ চা চামচ
মরিচ গুরা-২ চা চামচ
জিরা গুরা- ১ চা চামচ
গোলমরিচ গুরা+ লবঙ্গ+এলাচ+দারুচিনি বাটা – ১ টেবিল চামচ
কাজু বাটা- ২ টেবিল চামচ
কিসমিস-১ মুঠো
কাঁচা মরিচ- ৫/৬ টি
তেল-৩ টেবিল চামচ

প্রণালি:
সব উপকরন একসাথএ মেখে রেখে দিন ১ ঘণ্টা . তারপর মাঝারি আঁচে তেল গরম করে সোনালি করে ভেজে তুলুন।
এবার তেল গরম করে ২ নং এ দেয়া সব উপকরন মশলা দিয়ে কষিয়ে নিন।
কষানো হলে মাংস গুলা দিয়ে কিছুক্ষন কষিয়ে ১/২ কাপ পানি দিন।পানি শুকিয়ে মাংস
মাখা মাখা হলে নামিয়ে নিন।

পো্লাওর জন্যঃ
পো্লাওর চাল-৪-৫ কাপ
লবন- আন্দাজমত
আদা বাটা- ১/২ চা চামচ
এলাচ-৪ টি
দারুচিনি- ১ টি
লবঙ্গ- ৪-৫ টি
তেজপাতা- ১টি
আস্ত জিরা- ১/৪ চা চামচ
তরল দুধ- ১ কাপ
তেল- ৩ টেবিল চামচ
কেওড়া জল-১ টেবিল চামচ

পোলাও তৈরিঃ
একটি ভারী তলার হাড়িতে তেল + ঘি গরম করে একে একে সব উপকরন দিয়ে পো্লাও দিয়ে রান্না করে নিতে হবে।
এবার রান্না করা পো্লাও অর্ধেক উঠিয়ে এর উপর চিকেন , বেরেস্তা, বাদাম দিয়ে বাকি অর্ধেক পো্লাও দিয়ে ঢেকে ২০-৩০ মিনিট সামান্য আঁচে দমে দিতে হবে।
দম দেয়া হলে নামিয়ে সালাদ সাজিয়ে পরিবেশন করুন।

Get More: https://play.google.com/store/apps/details?id=com.bangaliapps.bangali_ranna

 

   

         

 

Read More


Post Date: July 17, 2019 Total: 36 Views

Leave a Reply on sikhenin.Com

HIDE sikhenin - Info Center
Copyright © 2018 All rights reserved.