
পিৎজা লাভারদের জন্য দারুণ খবর। ২৩ ও ২৪ জানুয়ারি পিৎজা হাটে ৬৯৫ টাকা মূল্যের মিডিয়াম সাইজ প্যান পিৎজা (ফেভারিট লাইন) পেতে পারেন মাত্র ২৯৯ টাকায়। অফারটি পাওয়ার জন্য অ্যাপ থেকে ৬৯৫ টাকা পেমেন্ট বিকাশ করলেই পাবেন ৩৯৬ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন বিকাশ গ্রাহক ১ দিনে একবারই অফারটি নিতে পারবেন। তাই কোনোভাবেই এই সুযোগ মিস করবেন না!
ক্যাম্পেইন সময়সীমা
- ২৩ জানুয়ারি ও ২৪ জানুয়ারি , ২০১৯
অফারের বিস্তারিত:
- অফারটি ২৯৯টাকায় পাবেন। বিকাশ অ্যাপ দিয়ে ৬৯৫টাকা পেমেন্ট করলে ৩৯৬টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
- অফারটি ডাইন ইন এবং টেক-অ্যাওয়ে-এর জন্য প্রযোজ্য।
- একজন বিকাশ গ্রাহক একদিনে শুধুমাত্র একবারই অফারটি উপভোগ করতে পারবেন (একদিনে সর্বোচ্চ ৩৯৬টাকা ক্যাশব্যাক পাবেন)। অফারটি শুধুমাত্র ৬৯৫টাকা পেমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়া অন্য কোন অ্যামাউন্ট পেমেন্ট করলে অফারটি উপভোগ করা যাবে না।
- অফারটি উপভোগ করতে নিজের অ্যাক্টিভ বিকাশ একাউন্ট থেকে পেমেন্ট করুন।
- অফারটি ২৩ ও ২৪ জানুয়ারি, ২০১৯, সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত উপভোগ করা যাবে।
- ক্যাশব্যাক পেতে হলে আপনার একাউন্টের ইনকামিং লেনদেন অ্যাক্টিভ থাকতে হবে।
- একাউন্টের স্ট্যাটাসজনিত কারণে ক্যাশব্যাক প্রদান করা সম্ভব না হলে আপনি এই ক্যাম্পেইনের ক্যাশব্যাক পাবেন না।
- আপনার একাউন্টের স্ট্যাটাসজনিত কারণ ছাড়া অন্য কোনো কারণে ক্যাশব্যাক প্রদান করা সম্ভব না হলে বিকাশ ক্যাম্পেইন শেষ হওয়ার ২ মাসের মধ্যে ৩টি বিরতিতে পুনরায় ক্যাশব্যাক প্রদান করার চেষ্টা করবে। সকল চেষ্টা ব্যর্থ হলে আপনার ক্যাশব্যাকের পরিমাণ নির্দিষ্ট এই ক্যাম্পেইনের জন্য বাতিল বলে গণ্য হবে।
- নির্দিষ্ট কোনো লেনদেন বা গ্রাহকের লেনদেন আচরণ দেখে যদি যথেষ্ট পরিমাণ সন্দেহ হয় যে গ্রাহক ক্যাশব্যাক সুবিধার অপব্যবহার করেছেন, তাহলে ক্যাশব্যাকের টাকা প্রদান বাতিল করার অধিকার বিকাশ সংরক্ষণ করে।
- বিকাশ কোনো পূর্বঘোষণা ছাড়াই যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে ক্যাম্পেইনের শর্তসমূহ পরিবর্তন/পরিবর্ধন অথবা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- প্রোডাক্টের এভেইলেবিলিটি ও ডেলিভারি নিশ্চিত করতে মার্চেন্ট ব্যর্থ হলে তার দায়ভার কোনোভাবেই বিকাশ গ্রহণ করবে না কারণ বিকাশ গ্রাহককে শুধুমাত্র একটি পেমেন্ট সার্ভিস দিচ্ছে। প্রোডাক্ট ডেলিভারি দিতে অপারগতার দরুণ মার্চেন্ট গ্রাহককে মূল্যফেরত দিলে তা সেই লেনদেন কে বাতিল করবে না, অতঃপর সেই লেনদেন কে উপেক্ষা করে ক্যাম্পেইন চলাকালীন বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক পাবার যোগ্যতা পুনর্বহাল করার জন্য বিকাশ দায়বদ্ধ নয়। অতএব সেই লেনদেনটির জন্য ক্যাশব্যাক অফার উপভোগ করা হয়েছে বলে ধরে নেয়া হবে।
- যদি কোনো বিকাশ গ্রাহক ভুল পেমেন্ট করেন, তবে বিকাশ অভিযোগের বৈধতা সাপেক্ষে অভিযোগটি ক্যাম্পেইন শেষ হবার পর যাচাই করবে।