শিক্ষনিয় ইসলামিক গল্প। ইমাম সাহেব আমি আপনার বিবির লগে ১ রাত থাকবার চাই। , , পর্ব ১ ১ম দিন একদা একদিন এক মসজিদের ইমাম হসাহেব এবং তার বিবি এক রাস্তা দিয়ে যাচ্ছিলো,সেই সময় সেখানে বখাটে ছেলেও ছিল, তো সেখানেই ইমাম সাহেবের বিবির পানি পিপাসা লাগে তাই মুখটা খুলে পানি পান করে মুখটা আবার আটকে ফেলে,ইমাম সাহেবের বিবির মুখটা দেখে বখাটে ছেলের ইচ্ছে হয় ঈমামের বিবির সাথে সে ১ রাত থাকবে, বখাটে ছেলের সাথে তার বন্ধুদের কথা বখাটে ছেলে: অই মাইয়াডা কেডা। বন্ধু: মাইয়াডা পাসের মসজিদের ঈমাম সাহেবের বউ, বখাটে ছেলে: ঈমাম সাহেবরে আমি চাই…… বন্ধু: ইমাম সাহেব রে আচ্ছা ঠিক আছে….. পরের দিন পর্ব ২ পরের দিন ইমাম সাহেবকে ওই বখাটে ছেলের কাছে নিয়ে আসলো তারপর তাদের মধ্যে কথা ইমাম:আমাকে এভাবে কেনো এখানে আনা হলো….. বখাটে ছেলে: ঈমাম সাহেব……
আমি…. আপনার…. বিবির… সাথে… ১…. রাত… থাকবার… চাই…. ইমাম: নাউজুবিল্লা… আমি রাজি (এই কথাটা শুনে তো তার বন্ধুরা পুরাই হতবাগ) তবে একটা শর্ত আছে….. আপনাকে আমার পিছনে ৪০ দিন তাকবিরউলার সাথে নামাজ আদায় করতে হবে….. বখাটে ছেলে: আমি কাল থেকে Start করব…… পর্ব ৩ পরের দিন
নামাজের ১ম দিন পিছনের কাতারে নামাজ পড়ল ১০ দিন পর তার ২ বন্ধুকে নিয়ে নামাজ পড়ল ২০ দিন পর পাঞ্জাবি+টুপি পড়ে নামাজ পড়া শুরু করল ৩০ দিন সামনের কাতারে…. আর চল্লিশ দিন পর কল আসলো ইমাম সাহেবের ফোনে কলার: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ঈমাম সাহেব, আমাকে চিনতে পারছেন মনে আছে ৪০ আগের ওয়াদা কথাটা শুনে ঈমাম সাহেবের চোখ দিয়ে অস্রু প্রভাবিত হয়।( শেষ পরযন্ত নিজের বিবিকে অন্যের সাথে ১ রাত থাকতে দিতে হবে) ঈমাম সাহেব: কাদ কাদ হয়ে আচ্ছা কালকে বিকালে আপনার সাথে দেখা করতাছি। পরের দিন বিকালে তাদের সাথে দেখা ঈমাম সাহেব তার বিবিকে নিয়ে এসেছেন, এদিকে বখাটে ছেলে আসছে,বখাটে ছেলেটা যখন ঈমাম সাহেবের সামনে এসে দারায় তখন ঈমাম সাহেব
তার বিবির দিকে তাকায় যখন ইমাম সাহেব বখাটে ছেলের দিকে তাকালো তখন বখাটে ছেলেটা…………………………….!…….. . . . . . . . ঈমাম সাহেবের পা ধরে কেদে কেদে বলল ঈমাম সাহেব আমাকে ক্ষমা করে দিন…. আমি আমার ভুল বুজতে পেরেছি ঈমাম সাহেব তাকে উপরে একটা মুচকি হাসি দিয়ে তাকে জরিয়ে ধরল এটাই হলো ৪০ দিন তাকবির ওয়ালার সাথে নামাজ আদায় করার ফযিলত যে ব্যাক্তি তাকবির ওয়ালার সাথে ৪০ দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাকে মুনাফিক থেকে তার নাম উঠিয়ে এবং জাহান্নাম থেকে মুক্তি দেবেন।