sikhenin
আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিটা টিউনে লাইক এবং আপনার মন্তব্য দেয়ার চেষ্টা করবেন।
Post Creator Info
*
Online
's Bio

This author may not interusted to share anything with others
Home » Earning, mobile Finincial Service, Sport English News, Uncategorized » সেরা গেমিং ফোন Nubia Red Magic 7 Pro এর মূল্য ও বাংলা রিভিউ
সেরা গেমিং ফোন Nubia Red Magic 7 Pro এর মূল্য ও বাংলা রিভিউ

[ad_1]

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে Nubia Red Magic 7 Pro এই ফোন টি এর সমস্ত বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

প্রতি বছর নুবিয়া দুইটি গেমিং স্মার্টফোন বাজারে নিয়ে আসে। এই দুইটি ফোনের মধ্যে যেটা বছরের শুরুতে আসে যা রেগুলার মডেল হয়ে থাকে। এর কিছু মাস পরে বাজারে আসে একই ফোনের প্রো মডেল। এই বছরের শুরুর দিকে বাজারে এসেছিল নুবিয়া রেডম্যাজিক ৭ যেটা সেই হিসেবে রেগুলার বলা যায়। আর এখন বাজারে এলো নুবিয়া রেড ম্যাজিক ৭ প্রো মডেল।

রেড ম্যাজিক ৭ প্রো চীনে মুক্তি পেয়েছে বেশ কিছুদিন হলো। এবার অবশেষে গ্লোবাল মার্কেটে চলে এসেছে নুবিয়া রেড ম্যাজিক ৭ প্রো গেমিং ফোন। রেড ম্যাজিক ৭ মডেলটি মার্চ মাস থেকেই বিশ্বের অধিকাংশ দেশে পাওয়া গেলেও এতোদিন পর অবশেষে মুক্তি পেলো নুবিয়া রেড ম্যাজিক ৭ প্রো।

 

আমরা এই আরটিকেল থেকে যা যা জানবো

Nubia Red Magic 7 Pro Specifications

নুবিয়া রেড ম্যাজিক ৭ প্রো এর দুইটি মডেল রয়েছে। দুই মডেল এর দুই কালার ও ভিন্ন স্টোরেজ অপশন থাকছে। কালো কালারের অবসিডিয়ান মডেলটিতে ১৬জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ থাকছে। অন্যদিকে সুপারনোভা মডেলটিতে থাকছে একই ১৬জিবি র‍্যাম এর পাশাপাশি ৫১২জিবি স্টোরেজ। তবে সুপারনোভা মডেলটিতে ক্লিয়ার ব্যাক থাকার কারনে এটির সিগনেচার এলইডি ফ্যান শাইন করার অধিক সুযোগ পায়।

উভয় মডেলে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম এর লেটেস্ট ও গ্রেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ৫০০০মিলিএম্প এর ব্যাটারি দ্বারা চলবে ফোনটির উভয় ভ্যারিয়েন্ট। আর এই ব্যাটারিকে চার্জ করতে ফোনের বক্সে পাওয়া যাবে ৬৫ওয়াট এর চার্জার।

 

Performance

পূর্বের রেড ম্যাজিক মডেলগুলোর মত রেড ম্যাজিক ৭ প্রো তে বিল্ট-ইন ইন্টারনাল কুলিং ফ্যান রয়েছে। এটি অতিরিক্ত পারফরম্যান্স প্রদানের সময় স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরকে ঠান্ডা রাখে। টার্বোফ্যান নামে এই ফ্যান কম পাওয়ার খরচ করেই প্রতি সেকেন্ডে ২০০০০ বার ঘুরে। একই ফ্যান আবার রেড ম্যাজিক ৭ ফোনটিতে ব্যবহৃত হয়েছে। এই ফ্যান এতোটাই কার্যকরী যে Genshin Impact এর মতো হেভি গ্রাফিক্স গেম ও ৬০এফপিএস এ খেলা যায়।

ফোনের ডিজাইন দেখেই আপনারা বুঝতে পারবেন উভয় ডিভাইসের ডিজাইনে গেমিং এস্থেটিক শোভা পেয়েছে। সাধারণ প্রসেসরের পাশাপাশি রেড কোর ১ নামে একটি বাড়তি চিপ এড করা হয়েছে ফোনটিতে, যা অডিও, আরজিবি লাইট, হ্যাপটিক ফিডব্যাক, ইত্যাদি বাড়তি ফিচার মেইনটেইন করতে সাহায্য করে। এর মাধ্যমে ফোনের আসল প্রসেসরের সম্পূর্ণ ফোকাস গেমিং এ রাখা সম্ভব, যার ফলে গেমে অসাধারণ পারফরম্যান্স পাওয়া যাবে।

রেড ম্যাজিক ৭ প্রো তে দুইটি প্রোগ্রামেবল শোল্ডার ট্রিগার রয়েছে যা ৫০০হার্জ রেসপন্স রেট সাপোর্ট করে। যেহেতু এই টুল গেম এর উপর ভিত্তি করে প্রোগ্রাম করা যায়, তাই এটি প্রায় সকল মোবাইল গেমসের ক্ষেত্রে কাজে আসবে।

 

Display

অন্যসব গেমিং ফোনের মত রেড ম্যাজিক ৭ প্রো ফোনেও রয়েছে হাই ফ্রেম রেট এর স্ক্রিন। ফুল এইচডি+ রেজ্যুলেশনের ৬.৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনটিতে। এই স্ক্রিন আবার ৯৬০ হার্জ মাল্টি-ফিংগার টাচ স্যামপ্লিং রেট সাপোর্টেড। ৬৪মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা সেটাপের পাশাপাশি ফোনটির ফ্রন্টে রয়েছে আন্ডার-ডিসপ্লে ১৬মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

 

Operating System

রেড ম্যাজিক ৭ প্রো ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টমাইজড অপারেটিং সিস্টেম, রেড ম্যাজিক ওএস ৫.০ দ্বারা। এই অপারেটিং সিস্টেমে রয়েছে রেডম্যাজিক এর গেম স্পেস অ্যাপ, যার মাধ্যমে স্ক্রিনে বিভিন্ন তথ্য দেখা যায় এবং গেম পারফরম্যান্স রেকর্ড বা টেস্ট করা যায়।

 

Nubia Red Magic 7 Pro Price In Bangladesh

রেড ম্যাজিক ৭ প্রো এর ২৫৬জিবি অবসিডিয়ান মডেল এর দাম ৮০০ ডলার বা ৬৯,৬৯০ টাকা। অন্যদিকে ৫১২জিবি স্টোরেজের সুপারনোভা মডেলের দাম পড়বে ৯০০ ডলার বা ৭৮,৪০০ টাকা।

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Please Share This Article

[ad_2]

Source link

Read More


Post Date: April 19, 2022 Total: 43 Views

Leave a Reply on sikhenin.Com

HIDE sikhenin - Info Center
Copyright © 2018 All rights reserved.