sikhenin
আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিটা টিউনে লাইক এবং আপনার মন্তব্য দেয়ার চেষ্টা করবেন।
Post Creator Info
*
Online
's Bio

This author may not interusted to share anything with others
Home » Uncategorized » 50 পয়সা মিনিট যেকোনো লোকাল নাম্বারে দিন রাত ২৪ ঘ্নটা (Robi)
50 পয়সা মিনিট যেকোনো লোকাল নাম্বারে দিন রাত ২৪ ঘ্নটা (Robi)

রিচার্জ টার্গেট (টাকা) ২১ ৪৯ ১৬৬ কল রেট (রবি-যে কোনো অপারেটরে) ৫০ পয়সা/ মিনিট এসএমএস ( রবি-রবি/airtel) ৫ ৫ ০ মেয়াদ (দিন) ২ ৭ ৬০ সকল রবি প্রিপেইড গ্রাহক ২১ টাকা, ৪৯ টাকা, ও ১৬৬ টাকা রিচার্জ অফারের জন্যে উপযুক্ত। কেবল লোকাল নম্বরেই এই বিশেষ রেট কাটার অফারটি প্রযোজ্য। ক্যাম্পেইন সময়কালে এই অফারটি একাধিকবার নেওয়া যাবে। একাধিকবার রিচার্জ করা হলে, দীর্ঘতর মেয়াদটি কার্যকর হবে। রিচার্জের পরপরই বিশেষ কল রেট প্রযোজ্য হবে। বোনাস মিনিট ও বান্ডেল মিনিটের জন্যে বিশেষ কল রেট প্রযোজ্য হবে না। প্রথমে বোনাস মিনিট ও বান্ডেল মিনিট ব্যবহৃত হবে। এফএনএফ ও প্রিয় নম্বরের জন্যে স্বল্প কল রেট প্রযোজ্য হবে। ক্যাম্পেইন সময়কালে অন্যান্য সেবার রেট (যেমন, এসএমএস ইত্যাদি) অপরিবর্তিত থাকবে (বিদ্যমান সেবার প্রস্তাবনা অনুযায়ী)। বিশেষ ট্যারিফ মেয়াদ শেষে পূর্বর্বী অফার/প্যাকেজ প্রযোজ্য হবে। ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য। ক্যাম্পেইনটি সর্বোচ্চ ৬০ দিন অথবা পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত চালু থাকবে। মূল ট্যারিফের উপর ৫% সম্পূরক শুল্ক (এসডি), ১৫% ভ্যাট ও ১% সারচার্জ প্রযোজ্য হবে। Read more at https://www.robi.com.bd/current-offers/robi-rate-cutter-offer#xR05zuZQSpa6mZxZ.99

Read More


Post Date: November 27, 2018 Total: 45 Views

Leave a Reply on sikhenin.Com

HIDE sikhenin - Info Center
Copyright © 2018 All rights reserved.