sikhenin
আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিটা টিউনে লাইক এবং আপনার মন্তব্য দেয়ার চেষ্টা করবেন।
Post Creator Info
*
Online
's Bio

This author may not interusted to share anything with others
Home » Uncategorized » Adsence কী? কিভাবে কাজ করে বিস্তারিত…..
Adsence কী? কিভাবে কাজ করে বিস্তারিত…..

                Google Adsence
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন সেবার নাম গুগল। ইন্টারনেট ব্যাবহার করেছে কিন্তু Google Search Engine  ব্যবহার করেনি এমন মানুষ খুজে পাওয়া সত্যিই বিরল।

Google এর  যে সার্ভিস জনগন বেশি ব্যাবহার করে…?
Google অনেক সেবা দিয়ে থাকে তাদের অনেক সার্ভিস রয়েছে।
তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Google Search Engine.

তারা অনেকগুলো সেবা চালু করেছে তাহলো
১। সার্চ ইঞ্জিন
২। ইমেইল
৩। ইউটিউব
৪। গুগল ম্যাপ
৫। ব্লগার
৬। আডসেন্স
৭। অ্যাডমোব
৮। ফায়ারবেস

সহ আরও অনেককিছু ই গুগলের

এখন আমরা জানবো গুগলের                 
            Adsence সম্পর্কে

Adsence হলো Google এর বিজ্ঞাপন বিক্রির প্লাটফর্ম।

বিভিন্ন প্রতিষ্ঠান থেকে Google  “Adword “এর মাধ্যমে বিজ্ঞাপন ক্রয় করে থাকে। এবং একটা চুক্তি করে।

সেই বিজ্ঞাপন গুলোকে Adsence এর মাধ্যমে গুগল বিভিন্ন পাবলিশারের ওয়েব সাইটে অথবা Youtube চ্যালেনে বিজ্ঞাপন দেখায় । এইখান থেকে গুগল যে টাকা লাভ করে তা পাবলিসারের কাছে ৬৮% সেয়ার করে এবং বাকি ৩৮% তাদের সিস্টেপ আপডেটের জন্য রেখে দেও।

Addsence এর পাবলিশার্স হতে যা প্রয়োজন।

১. Website/ Youtube chanel
২.গুগল একাউন্ট

Website এর ক্ষেত্র পাবলিশার হতে
আপনার নিজের একটা ওয়েবসাইট থাকতে হবে।এবং সেই ওয়েবসাইট গুগলের পলিসি মোতাবেল সাজাতে হবে।
Youtube chanel এর ক্ষেত্র
আপনার একটি Youtube chanel থাকতে হবে। এবং তাতে কমপক্ষে ১০০০ সাবক্রাইবার থাকতে হবে। এবং ৪,০০০ ঘন্টা ওয়াচটাইম থাকতে হবে তাহলে Adsence এ রিকুয়েস্ট করতে পারবেন।

কিভাবে পেমেন্ট পাবো..?

আপনার পাবলিশার্স একাউন্ট একটিভ হবার পর আপনার ওয়েবসাইটে বসানো Ads / বিজ্ঞাপন এ যত ক্লিক পড়বে তত ইনকাম হবে।
আপনার যখন ১০০$ হবে তখন পেমেন্ট নিতে পারবেন ব্যংকের মাধ্যমে

Read More


Post Date: July 9, 2019 Total: 43 Views

Leave a Reply on sikhenin.Com

HIDE sikhenin - Info Center
Copyright © 2018 All rights reserved.